Air quality : দিল্লির বাতাসের গুণমান ফের ‘খুব খারাপ’-র দিকে

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স) : রাজধানী দিল্লির বায়ুর গুণমান “খুব খারাপ” বিভাগে রেকর্ড করা হয়েছে। রবিবার ভূ-বিজ্ঞানী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বায়ু গুণমান সূচক (একিউআই) ৩০১ উল্লেখ করেছে।

রাজধানীতে বায়ুর গুণমান টানা দ্বিতীয় দিনের জন্য ‘খুব খারাপ’ বিভাগে রয়ে গেল। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, বিচ্ছিন্ন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে উত্তর-পূর্ব রাজ্য, তামিল নাড়ু, কেরালা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।