পারিবারিক ঝামেলায় আত্মঘাতী গৃহবধু

আগরতলা, ১৫ জানুয়ারি : পারিবারিক ঝামেলার জেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মৃতার নাম সাফিয়া খাতুন। তাঁর বাড়ি রানীরবাজার এলাকায়।


জানা গেছে, পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করে সংসার চালান। টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এই বাকবিতণ্ডার জের ধরেই সোফিয়া খাতুন বিষপানে আত্মহত্যা করেন। ঘটনাটি টের পেয়ে তার স্বামী তাকে নিয়ে যায় রাণীরবাজার হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক দেখে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে জিবি হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ওই গৃহবধূর মৃত্যু হয়। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।