ফের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

পিয়ং ইয়াং, ১৫ জানুয়ারি (হি. স.) : শনিবার ফের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। তবে এবার ট্রেন থেকে। শনিবার কিম জং উন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রেন থেকে দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে ৷

একাধিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই নিয়ে চলতি মাসে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া ৷ সে দেশের বিদেশ মন্ত্রীর দাবি, নিজেদের সুরক্ষার জন্যই এই পরীক্ষা করেছে উত্তর কোরিয়ার সেনা৷ জানা গিয়েছে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো ৩৬ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৪৩০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের গতি বাতাসের গতির চেয়েও প্রায় ছয় গুণ বেশি।এর আগে দক্ষিণ কোরিয়ার সেনা দাবি করেছিল, নতুন দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া৷