দিল্লিতে শিখরে পৌঁছেছে সংক্ৰমণ, হাসপাতালের ৮৫ শতাংশ শয্যা খালি : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে শিখরে পৌঁছেছে করোনা-আক্রান্তের সংখ্যা। দাবি করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। শনিবার সাংবাদিক সম্মেলনে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মনে হচ্ছে দিল্লিতে ধীরে ধীরে কমছে করোনা-আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দিল্লিতে এই মুহূর্তে হাসপাতালের ৮৫ শতাংশ শয্যা খালি রয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এদিন জানান, দিল্লিতে সংক্ৰমণ শিখরে পৌঁছেছে, দেখা যাক কখন কমতে শুরু করে… মনে হচ্ছে সংক্ৰমণ ধীর হতে শুরু করেছে। তিনি আরও জানান, বিগত ৫-৬ দিনে হাসপাতালে ভর্তির হার বাড়েনি। এটি ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে সংক্ৰমণ আরও কম হবে। হাসপাতালের ৮৫ শতাংশ শয্যা এখন খালি রয়েছে। উল্লেখ্য, দিল্লিতে কয়েকদিন আগে পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা-আক্রান্তের সংখ্যা, কিন্তু বিগত ৫-৬ দিনে সংক্রমণের হার নিম্নমুখী।