মকর সংক্রান্তিতে পৃথক দুর্ঘটনায় আহত দুই

খোয়াই / তেলিয়ামুড়া, ১৪ জানুয়ারি : শুক্রবার মকর সংক্রান্তির দিনেই খোয়াইয়ে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে যাওয়ার খবর পাওয়া গেছে। দুটি দুর্ঘটনাই ঘটেছে খোয়াই-তেলিয়ামুড়া সড়কে।


প্রথম ঘটনাটি ঘটেছে, বিকেল পৌনে তিনটে নাগাদ খোয়াই থানাধীন পূর্ব রামচন্দ্রঘাট বিওসি সংলগ্ন ব্রীজের দক্ষিণ প্রান্তে। খোয়াইয়ের জাম্বুরা গ্রামের জনৈক জোতির্ময় দাস (৪০)মোটর বাইক চালিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মারুতি ওয়াগনার গাড়ি সামনের দিক থেকে মোটর বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তাতে বাইক থেকে ছিটকে পড়েন জোতির্ময় দাস। গুরুতর আহত হন তিনি। তার হাত ও কোমর ভেঙে গেছে বলে মনে করা হচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার  করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলায় জি বি হাসপাতালে স্হানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। মারুতি ওয়াগনার গাড়িটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে খবর। পুলিশ মোটর বাইকটি থানায় নিয়ে আসে। একটি মামলা নিয়েছে পুলিশ। গাড়িটির খোঁজেও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।


দ্বিতীয় ঘটনাটি ঘটে খোয়াই থানাধীন চেবরী বাজার এলাকায় বিকেল সাড়ে তিনটা নাগাদ। গৌরাংগটিলা থেকে জনৈক চন্দ্র মোহন দেববর্মা ও তার স্ত্রী রীনা দেববর্মা একটি স্কুটি করে তুলাশিখরে নিজেদের বাড়ি ফিরছিলেন। চেবরী বাজারে এক ব্যাক্তি বাইসাইকেল নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাস্তা পার হচ্ছিলেন। তখনই হঠাৎ ব্রেক কষায় পেছনের সিটে বসা রীনা দেববর্মা (৪৫) স্কুটি থেকে পড়ে যান। মাথায় আঘাত লাগে তার। দমকলের গাড়ি করে আহতকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। একদিন হাসপাতালেই পর্য্যবেক্ষণে রেখে শনিবার সিটি স্ক্যান করার জন্য তাকে জি বি হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।