কিশনগঞ্জ, ১৪ জানুয়ারি (হি. স.) : বিহারের সুপৌলের এসএসবি ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩ জওয়ানের। আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার ঘটনাটি ঘটে।
জানা গেছে, এদিন সুপৌলের এসএসবি ক্যাম্পে ৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওপর আচমকাই এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন জাওয়ান। আহজ জওয়ানদের উদ্ধার করে বীরপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও এসএসবি-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

