Narendra Modi: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স) : করোনার পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় প্রধানমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ‘পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত।’ বাংলার করোনা পরিস্থিতি নিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২২,১৫৫ জন। যা গতকালের চেয়ে হাজার সাতান্ন বেশি। তবে মৃতের সংখ্যা দেখে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্যবিশেষজ্ঞদের মধ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ২৩ জন। করোনার তৃতীয় ঢেউ শুরুর পর এই প্রথম একদিনে এতজনের মৃত্যু হল বাংলায়। আক্রান্তের নিরিখে কলকাতা শীর্ষ স্থানে থাকলেও মৃত্যু বেশি উত্তর ২৪ পরগনাতে। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, ১৯ জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫ ও ৬ জনের মৃত্যু।