গঙ্গাসাগর মেলার জন্য ১৫ টি ‘মেলা স্পেশাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : কলকাতা হাইকোর্টের নির্দেশে ও রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। বাসের পরিষেবা আগেই চালু হয়েছে গঙ্গাসাগরের কথা মাথাতে রেখেই। বুধবার থেকেই গঙ্গাসাগর বিশষ ট্রেন চালু করল পূর্ব রেল।

গঙ্গাসাগর মেলার জন্য ১৫টি ‘মেলা স্পেশাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ভিড়ের কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত। যার মধ্যে ১২টি গ্যালোপিং স্পেশাল ট্রেন। আর বকি ৩টি লোকাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সব ট্রেন। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই ‘মেলা স্পেশাল’ ট্রেন। ১২ টি ট্রেন যা গ্যালোপিং আকারে চালানো হচ্ছে তা ভর্তি হলে ৩ টি লোকাল ট্রেন চালানো হবে। করোনা বিধি মেনেই ট্রেন বেশি চালাতে আগেই পূর্ব রেলের আধিকারিককে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮টি শিয়ালদা-নামখানা, ২টি শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর একটি ও কাকদ্বীপ থেকে শিয়ালদা একটি ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।