কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): মাত্র ৩ দিনের মাথায় করোনা-মুক্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানান, কাজে যোগ দিচ্ছেন তিনি। গত ৮ জানুয়ারি করোনা-আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন পরিবারের বাকিরাও। ৩ দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন অভিনেত্রী।
দার্জিলিংয়ে ‘অচেনা উত্তম’ ছবির শ্যুট করতে গিয়েছিলেন ঋতুপর্ণা। স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ও তাঁর শাশুড়ি ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ। বাড়ির উঁচুতলায় নিজেদের বন্দি রাখেন ঋতুপর্ণা, অবশেষে ৩ দিনের মাথাতেই সুস্থ হলেন অভিনেত্রী।

