নিকোসিয়া, ১১ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সাইপ্রাসের পশ্চিম উপকূল। মঙ্গলবার ভোররাতে (১.০৭ মিনিট নাগাদ) ৬.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় সাইপ্রাসের পশ্চিম উপকূলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমধ্যসাগরীয় দ্বীপের পলিস শহরের ৪৮ কিলোমিটার (৩০ মাইল) পশ্চিম-উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। জোরালো ভূমিকম্প সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, শুধুমাত্র সাইপ্রাস নয়, কম্পন টের পাওয়া গিয়েছে তুরস্ক, ইজরায়েল ও লেবাননেও। বহুতল কেঁপে ওঠে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে। কম্পন টের পাওয়া মাত্রই অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন অনেকেই। সৌভাগ্যবশত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

