নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দশম শিখ গুরু গোবিন্দ সিং-এর জন্মজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, দশম শিখ গুরুগোবিন্দ সিংয়ের জীবন বার্তা লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়। এদিন টুইট করে লিখেছেন, “শ্রী গুরু গোবিন্দ সিং জির জন্মজয়ন্তীর শুভেচ্ছা। তাঁর জীবন ও বার্তা কোটি কোটি মানুষকে শক্তি দেয়। আমি সর্বদা এই সত্যটিকে লালন করব যে আমাদের সরকার তাঁর ৩৫০ তম জন্মজয়ন্তীর উত্সব উপলক্ষে সুযোগ পেয়েছি।
বিহারের পাটনা সফরের কিছু ছবিও শেয়ার করেন প্রধানমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার গুরু গোবিন্দ সিং-এর প্রকাশ পর্ব উপলক্ষে তাঁর অভিনন্দন জানান এবং তাঁকে সাহস ও সহানুভূতির প্রতীক বলে অভিহিত করেন। বিহারের পাটনা সাহেবে গুরু গোবিন্দ সিংয়ের জন্ম। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ গুরুদের মধ্যে দশম এবং শেষ গুরু। তিনি তাঁর পিতা নবম গুরু গুরু তেগ বাহাদুর জি-র পর নয় বছর বয়সে ‘গুরু গাদ্দি’-এ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন।

