আনন্দপুরে রহস্য মৃত্যু অটোচালকের, উদ্ধার দেহ

কলকাতা,৯ জানুয়ারি (হি. স.): রবিবার সাতসকালেই আনন্দপুরে রহস্য মৃত্যু যুবকের । দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের ।

অভিযোগ উঠেছে, রবিবার সকালে আনন্দপুরে এক যুবকের রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা । পেশায় অটোচালক বিশ্বজিৎ জানার

দেহ উদ্ধার হয় তার বাড়ির কাছ থেকেই । মৃত ব্যক্তির পরিবারের দাবি,ওই ব্যক্তি শনিবার রাতে বাড়ি ফেরে না । এরপর এদিন সকালে বাড়ির কাছেই লোহার ছাঁটের গুদামে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ । ইতিমধ্যেই আনন্দপুর থানার অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা । খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় দোষীদের গ্রেফতারির দাবিতে দেহ আটকে বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা । পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরে অনেক কোপানোর চিহ্ন রয়েছে৷ তদন্তকারীদের ধারনা, ওই অটোচালককে কুপিয়ে খুন করা হয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷ মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা কি না তা জানার চেষ্টা করছে পুলিস৷