ইমফল, ৯ জানুয়ারি (হি.স.) : বিজেপিতে যোগদান করেছেন মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটি (এমপিসিসি)-র উপ-সভাপতি তথা দলের মুখপাত্র তথা বিধায়ক চাল্টনলিয়েন আমো।
আজ রবিবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী তথা মণিপুর বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, বিজেপির প্রদেশ সভানেত্রী শারদা অধিকারিমায়ুম দেবী, অসমের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল কংগ্রেস নেতা চাল্টনলিয়েন আমোকে দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন।
চাল্টনলিয়েন আমোকে দলে স্বাগত জানিয়ে মণিপুরের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, আমি চাল্টনলিয়েন আমোকে টিপাইমুখ টু ভাজপা পরিবারে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনগণের বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী বীরেন সিংঙের উৎকৃষ্ট কাজের ফলস্বরূপ মণিপুরে বিজেপির অবস্থান আরও মজবুত হয়েছে। চাল্টনলিয়েন আমোর মতো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বিজেপিতে যোগদান করায় মণিপুরে দলের শক্তি আরও বাড়বে, বলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
প্রসঙ্গত, রাজ্যের ৫৫ নম্বর টিপাইমুখ (জনজাতি সংরক্ষিত) আসনে গত ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

