মহারাষ্ট্রে বাস ও ট্রাকের সংঘর্ষে হত ৪, জখম ১৫

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স) : রবিবার সকালে সাইগাঁওয়ের কাছে বিড জেলার আম্বেজোগাই-লাতুর সড়কে একটি ট্রাক এবং সরকারি বাসের সংঘর্ষে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিড জেলার স্বামী রামানন্দ তীর্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৯.৩০ নাগাদ বিড জেলার সাইগাঁওয়ে নন্দগোপাল ডেইরির কাছে এসটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আদিল সেলিম শেখ, চন্দ্রশেখর মধুকর পাতিল, নলিনী মুকুন্দরাও দেশমুখ এবং সাদিক প্যাটেল মারা যান। আহত সুন্দররাও, জ্ঞানোবা থোরাত, হরিনাথ রঘুনাথ চভান, আলাউদ্দিন আমির পাঠান, আরেমাত তালিম পাঠান, জিয়ান ফাইম পাঠান, ভাগবত নিবৃত্তি কাম্বলে, যোগিতা ভগবন্ত কদম, দস্তগীর আইয়ুব পাঠান, প্রশান্ত জনার্দন ঠাকুর, সুভাষ ভগবান গায়কোয়াড়, মাধব পাটর রহমান, আক্তার হোসেন, আক্তার হোসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।