ঝাড়খণ্ডে গত ২৪ ঘন্টায় ৫০৮১ নতুন করোনা সংক্রমণ, তিনজনের মৃত্যু

রাঁচি, ৯ জানুয়ারি (হি.স) : ঝাড়খণ্ডে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সকাল পর্যন্ত রাজ্যে ৫০৮১ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। শুধু রাঁচি থেকে সর্বাধিক ১৫৯০ টি করোনার নতুন কেস পাওয়া গেছে। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৮৬ জন।

রাজ্যে করোনার ২১০৯৮ সক্রিয় মামলার মধ্যে ৭১১৩ জন রাজধানী রাঁচিতে সক্রিয়। জেলায় মোট ৯৪২৭১ পজিটিভ কেস রয়েছে। জেলায় ৮৫৫৬৮ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে করোনার পুনরুদ্ধারের হার ৯২.৯৮ শতাংশ। যেখানে মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।
অন্যদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন ও তাঁর ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। এরা ছাড়াও পরিবারের আরও তিন সদস্যের অবস্থা পজিটিভ। তবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রিপোর্ট নেগেটিভ।