করোনার ভয় নির্বাচন সফল হবে কীভাবে: প্রশ্ন দিলীপ ঘোষের

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): গত কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানের পরিস্থিতিতে

ভোট প্রচারে সভা, মিছিল সব বন্ধ রাখার কথা জানিয়েছে কমিশন। সেই প্রেক্ষিতে রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে ”করোনার ভয় নির্বাচন সফল হবে কীভাবে” প্রশ্ন ছুড়লেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।


এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ”কমিশন যদি বলে তাহলে বন্ধ করা উচিত । বিজেপি আগেই বলেছিল ভোট করার মতো পরিবেশ নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার ভয় । এই প্রতিকূল পরিস্থিতিতে ভোট সফল হবে কীভাবে ? কমপক্ষে ২০ হাজারের বেশি সংক্রমন হচ্ছে রোজ । বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যে এলাকাটা বেশি এফেক্টেড সেখানেই হচ্ছে নির্বাচন । বাকি শহরগুলিতেও একইরকম পরিস্থিতি । বিজেপি আগে বলেছিল যে দুবছর ধরে নির্বাচন হয়নি এবং এই ক্ষেত্রে নির্বাচন এক মাস অথবা দুমাস আরও পিছিয়ে দিতে অসুবিধার কিছু নেই ”।