‘বীর বাল দিবস’ উদযাপন প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তকে সর্বত্র স্বাগত পঞ্জাবে

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : গুরু গোবিন্দ সিং-র জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চর সাহেবজাদাদের প্রতি উৎসর্গীকৃত ‘বীর বাল দিবস’ উদযাপনের ঘোষণায় পঞ্জাবে সর্বত্র সমাদৃত হচ্ছে। প্রতি বছর ২৬ ডিসেম্বর বীর বাল দিবস পালিত হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর শাসক কংগ্রেসও নীরব ভাষায় একে স্বাগত জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা বলেন, এটা সম্মানের বিষয়। চার সাহেবজাদার শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শুধু ভারতে নয়, সারা বিশ্বে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন।


পঞ্জাব বিজেপির সভাপতি অশ্বনি শর্মা বলেন, এই ঘোষণায় মানুষের মধ্যে নতুন চেতনা জাগানোর মতো। সাহেবজাদাদের আত্মত্যাগ সম্পর্কে সারা বিশ্বের জানার অধিকার রয়েছে। পাঠ্যক্রমের মাধ্যমে তাদের সম্পর্কে স্কুলের শিশুদের অবহিত করা হবে। এখন শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ২৬ ডিসেম্বর বীর বাল দিবস উদযাপন করবে। গত ৭৫ বছরে কোনো প্রধানমন্ত্রীর ঘোষণার কথা ভাবেননি।

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইট করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সাহেবজাদাদের মহান আত্মত্যাগের কথা সারা বিশ্বের মানুষের জানা উচিত। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশংসনীয়। এজন্য তার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তত কম।
পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী ওপি সোনিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের শহীদদের আত্মত্যাগ ভুলে যাওয়া উচিত নয়। এটা সাহেবজাদাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানান।