আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার সমগ্র রাজ্যবাসীর জন্য নিরলস কাজ করে চলেছে তার আরও একটি উদাহরণ সামনে এসেছে। টিএসআর নিয়োগে বেকারদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার সাথে সাথেই আরও ৫০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। আজ তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে, প্রথমবারের মতো ত্রিপুরা পুলিশে রূপান্তরিত লিঙ্গের প্রত্যাশীকেও চাকুরীর আবেদনের জন্য সুযোগ দেওয়া হয়েছে।
টিএসআর নিয়োগে মেধা তালিকা প্রকাশিত হতেই ত্রিপুরা জুড়ে ক্ষোভ দেখা গিয়েছিল। স্বচ্ছ নিয়োগ নীতি অবলম্বন করে মেধা তালিকা নির্ণয়ে কেবলমাত্র যোগ্যদেরই বাছাই করা হয়েছে। কিন্ত, বঞ্চিত বেকাররা তাতে আশ্বস্ত হননি এবং তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। ক্ষোভের আগুন নেভাতে ত্রিপুরা সরকার তড়িঘড়ি ত্রিপুরা পুলিশে আরও ৫০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে।
সবচেয়ে তাত্পর্য্যপূর্ণ বিষয় হল, এই প্রথম রূপান্তরিত লিঙ্গের চাকুরী প্রত্যাশীও আবেদনের সুযোগ পাবেন। তাঁদের মহিলা প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৫০০ কনস্টেবল পদে ৫১ জন মহিলা এবং ১৭ জন প্রাক্তন সেনা কর্মী নিয়োগ করা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৮৫ নম্বর এবং ইন্টারভিউর জন্য ১৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়সী প্রত্যাশীরা চাকুরীর জন্য আবেদন জানাতে পারবেন। এসটি এবং এসসি প্রার্থীদের জন্য বছর ছাড় দেওয়া হয়েছে।
এদিকে, সাধারণ শ্রেনীর জন্য ন্যুনতম মাধ্যমিক উত্তীর্ণ এবং এসটি ও এসসি-দের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা হিসেবে রাখা হয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট পদে নিয়োগে শারীরিক যোগ্যতার মানদন্ড একই রয়েছে। এমনকি, রূপান্তরিত লিঙ্গের প্রার্থীদের যোগ্যতা সহ মহিলা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে এবং নির্বাচন পদ্ধতি অন্যান্য মহিলা প্রার্থীদের মতই হবে। পাশাপাশি চাকুরী প্রত্যাশীদের বাংলা এবং ককবড়ক ভাষা সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ জেলা থেকে শুরু হবে এবং ১১ মার্চ উত্তর ত্রিপুরা জেলায় সমাপ্ত হবে। কর্মসংস্থানে ত্রিপুরা সরকারের আবারও বড়সড় পদক্ষেপে বেকার মহলে অনেকটাই স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

