শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): নতুন বছরের সবেমাত্র ৭ দিন হয়েছে, এই ৭ দিনের মধ্যেই কাশ্মীরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ১১ জন সন্ত্রাসবাদী। শুক্রবার এমনটাই জানিয়েছেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। নিহত জঙ্গিদের মধ্যে ৬ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। একজন আবার পাকিস্তানি।
শুক্রবার সকালেই কাশ্মীর পুলিশ জানিয়েছে, মধ্য কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকার জোলওয়া ক্রালপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী, নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় এই এনকাউন্টার। এই এনকাউন্টারের সাফল্য সম্পর্কে বলতে গিয়েই কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ২০২২ সালে এখনও পর্যন্ত নিকেশ হয়েছে ১১ জন জঙ্গি।

