প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা, ত্রিপুরায় বিজেপি মহিলা মোর্চার মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ ত্রিপুরায় মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হচ্ছে। সারা ত্রিপুরায় ৬৪টি স্থানে ওই যজ্ঞের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কসবা কালীবাড়িতে যজ্ঞে অংশ নিয়েছেন।
পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় বাধাপ্রাপ্ত হয়েছিল। তাঁর নিরাপত্তা ঝুকির সম্মুখীন হয়েছিল। বাধ্য হয়ে তাঁকে জনসভায় অংশ নিয়েই ফিরে যেতে হয়েছে। ওই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় অবস্থা।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে গতকাল আগরতলায় মেহের কালীবাড়িতে পুজো দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে তিনি পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় ফ্লাইওভারে বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি ওই ঘৃণ্য ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে দেশবাসী তার যোগ্য জবাব দেবেন বলে মন্তব্য করেন।

সুব্রত চক্রবর্তী প্রধানমন্ত্রীর কনভয় বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে দলের তরফে নিন্দা জানিয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিজেপি মশাল মিছিল বের করেছে। ওই মশাল মিছিলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও অংশ নিয়েছেন। মিছিল থেকে পাঞ্জাবের কংগ্রেস সরকারের প্রতি ধিক্কার জানানো হয়েছে।


আজ ত্রিপুরায় ৬৪টি স্থানে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছে বিজেপি মহিলা মোর্চা। ত্রিপুরা মন্ত্রিসভার সমস্ত সদস্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিজেপির সমস্ত বিধায়কগণ নিজ নিজ বিধানসভা কেন্দ্রে ওই যজ্ঞে অংশ নিয়েছেন। এছাড়া, বিজেপি প্রদেশ সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্ব ওই যজ্ঞে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কসবা কালীবাড়িতে যজ্ঞ করেছেন।