হেজামারা জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্বোধন ১৭ই, পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

আগরতলা, ৭ জানুয়ারি : হেজামারা জওহর নবোদয় বিদ্যালয় উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৭ ই জানুয়ারি। এ উপলক্ষে গতকাল লাইন ডিপার্টমেন্ট নিয়ে বৈঠক করলেন শিক্ষা মন্ত্রী। পরবর্তী সময়ে অস্থায়ীভাবে জহর নবোদয় বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হওয়ার স্থান পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী। ছিলেন জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।


নতুন সরকার গঠন হওয়ার পর মোহনপুর মহকুমার হেজামারা বাজার সংলগ্ন এলাকায় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসে দিল্লির অনুমোদন। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াও হয়ে গেছে। কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো না থাকায় পঠন-পাঠন শুরু হয়নি। যা নিয়ে অভিভাবকদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। বৃহস্পতিবার সে সমস্ত অভিযোগের অবসান করতে মাঠে নামলেন খোদ শিক্ষা মন্ত্রী।


এদিন মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে জওহর নবোদয় বিদ্যালয়ের পঠন পাঠন অতিসত্বর শুরু করা এবং উদ্বোধনকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে এক বৈঠক করা হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, মোহনপুর মহকুমা শাসক, সীমনা তমাকারি কেন্দ্রের এমডিসি রবীন্দ্র দেববর্মা, হেজামারা ব্লক বিইসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, খোয়াই জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।


পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী সমেত আধিকারিকরা হেজামারা ব্লকের বিপরীত পাশে অস্থায়ী ভাবে জওহর নবোদয় বিদ্যালয়ের স্থানটি পরিদর্শন করেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৭ ই জানুয়ারি এই স্থানে জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্বোধন হবে। পরবর্তী সময়ে খোয়াই চৌমুহনী এলাকায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে স্থায়ী জওহর নবোদয় বিদ্যালয়।