পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে রক্তদান শিবির

আগরতলা, ৭ জানুয়ারি : পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে শুক্রবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা রাধা  দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা রক্তদান উৎসবে স্বেচ্ছায় রক্ত দান করেন।


রক্তদান শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় স্বাস্থ্য  মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ জয়সওয়াল বলেন, রক্তদান মহৎ দান। রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবন রক্ষা করা সম্ভব। বিশেষ করে আমাদের রাজ্যে মায়েদের এনিমিয়ার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এনিমিয়া মোকাবেলায় রক্তের প্রয়োজন। রক্তের চাহিদা পূরণ করতে হলে ব্যাপক সংখ্যায় রক্তদানে শামিল হতে হবে।


তিনি আরো বলেন, প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিটি স্বাস্থ্যকর্মীকে যত্নবান হতে হবে। প্রতিটি প্রসূতি মাকে নিয়মিত নজরে রাখতে হবে। তাদের শরীরে কোন ধরনের উপসর্গ রয়েছে কি-না সে বিষয়ে খোঁজখবর নিতে হবে। কারুর কোন উপসর্গ কিংবা রক্তস্বল্পতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সমাজের সকল স্তরের মানবতাবাদি মানুষজনকে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।