পঞ্জাবে তদন্ত শুরু কেন্দ্রের ৩-সদস্যের প্যানেলের, কীসের গলদ খতিয়ে দেখা হচ্ছে

ফিরোজপুর, ৭ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রীর নিরাপত্তায় খামতির ঘটনায় তদন্ত শুরু করে দিল কেন্দ্রের ৩ সদস্যের প্যানেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৩ সদস্যের প্যানেলের নেতৃত্বে রয়েছেন ক্যাবিনেট সচিবালয়ের সচিব (নিরাপত্তা) সুধীর কুমার সাক্সেনা। বাকি দু’জন হলেন-ইন্টেলিজেন্স ব্যুরোর যুগ্ম ডিরেক্টর বলবীর সিং এবং এসপিজি আইজি এস সুরেশ। শুক্রবার সকালে ফিরোজপুর-মোগা হাইওয়েতে আসেন তদন্তকারীরা। পৌঁছে যান সেই উড়ালপুলে, যেখানে প্রায় ২০ মিনিট আটকে গিয়েছিল প্রধানমন্ত্রীর কনভয়।

ভিডিওগ্রাফি করা হয়, কথা বলেন স্থানীয় আধিকারিক ও মানুষজনের সঙ্গে। পরে সেখান থেকে বিএসএফ সেক্টর সদর দফতরে পৌঁছে যান কেন্দ্রের তদন্তকারী প্যানেল। কোথায় কীসের গলদ ও খামতি ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে থাকার ঘটনায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।