রাতে ঝামেলা, ভোররাতে সোনারপুরে আগুনে পুড়ল ৮-৯টি দোকান

রাতে ঝামেলা, ভোররাতে সোনারপুরে আগুনে পুড়ল ৮-৯টি দোকান
সোনারপুর, ৪ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। মঙ্গলবার ভোররাতে সোনারপুরের গঙ্গাজোয়ারা এলাকায় অবস্থিত কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ৮-৯টি দোকান। দোকানগুলির ভিতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের একটি ইঞ্জিন, ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশও। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, একটি দেওয়াল তোলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত দোকানদাররা অভিযোগ করেছেন, তাঁদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েতের তরফে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা ভেবে কয়েকটি দোকানকে স্থানীয় অজয় ঘোষ নামে এক ব্যক্তির ফাঁকা জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল প্রশাসনের উদ্যোগে। কিন্তু এলাকার কয়েকজন সেই বিষয়টি ভালভাবে নেয়নি। ওই ফাঁকা জায়গা তাঁদের দখলের ছক ছিল। সেই কারণে প্রতিদিন ওই দোকানের সামনে-সহ আশপাশের এলাকায় ময়লা, আবর্জনা ফেলতো অভিযুক্তরা। বারণ করলে আরও বেশি করে সেগুলি করত। তাই সোমবার বাজার কমিটির তরফে এলাকায় একটি পাঁচিল দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়। অভিযোগ, তা নিয়ে স্থানীয় বাবলু মণ্ডল ও তার অনুগামীদের সঙ্গে ঝামেলাও হয়। এরপর রাতের অন্ধকারে ওই দোকানগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নতুন দেওয়ালটি ভেঙে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।