পাটনা, ৪ ডিসেম্বর (হি.স.): বিহারের রাজধানী পাটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পেট্রোলিং জীপের ওপর উল্টে গেল একটি ট্রাক। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই জীপের ভিতরে থাকা ৩ জন পুলিশ কর্মীর এবং গুরুতর আহত হয়েছেন দু’জন। মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পাটনার বেউর মোড়ের কাছে। আহত পুলিশ কর্মীদের পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনি ডিএসপি প্রাঞ্জল ত্রিপাঠি জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল ট্রাকটি, পাটনার নিউ বাইপাস অনিসাবাদ বেউর মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জীপের ওপর উল্টে যায় ট্রাকটি। এরপর পুলিশের গাড়িতে আগুনও ধরে যায়। দমকল এসে আগুন নেভায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন পুলিশ কর্মীর, আহত অবস্থায় দু’জন পুলিশ কর্মীকে পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গর্দনীবাগ থানার পুলিশ জিপসিতে দায়িত্বরত এক এসআই-সহ চার পুলিশ কর্মী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এএসআই সিয়া চরণ পাসোয়ান, অন্য দুই পুলিশ কর্মী পুখরাজ ও প্রভু। আহতদের নাম জানা যায়নি।

