Arvind Kejriwal: কোভিডে সংক্রমিত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স: ): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে কেজরিওয়াল নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর শরীরে করোনা-সংক্ৰমণ ধরা পড়েছে। তবে, উপসর্গ মৃদু। নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন, তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন সকালে টুইট করে জানিয়েছেন, “আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিভৃতবাসে থাকুন।” রাজধানী দিল্লিতে কোভিড-সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।