নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি. স.) : সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ঘনিষ্ঠ ব্যবসায়ী অজয় চৌধুরীর ৪০ টি অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগের আধিকারিকরা। মঙ্গলবার সকালেই অজয় চৌধুরীর দিল্লি, আগ্রা ও নয়ডা মিলিয়ে মোট ৪০ জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা।
আবাসন নির্মাতা কোম্পানি এসিই মূলত অজয় চৌধুরীর। এসিই গ্রুপের একাধিক আবাসন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অফিসে চলছে তল্লাশি। মূলত কর ফাঁকি দেওয়ার বিষয়ে এই হানা বলেই জানিয়েছেন অজয় চৌধুরী। এই বিষয়ে আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রমোটার হারসিমারান সিং আলাগের বেআইনি নির্মাণের জন্যই খোঁজ চালানো হচ্ছে।
