কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): সামান্য হলেও, ফের পারদ-পতন হল তিলোত্তমায়। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। রাতে ও ভোরের দিকে বেশ ভালোই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে, কিন্তু বেলা বাড়তেই কলকাতা হোক অথবা জেলা-সর্বত্রই উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতায় ফের কমতে পারে শীতের আমেজ। ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা।
মঙ্গলবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময় যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রার পারদ খানিকটা কমার পাশাপাশি মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার জেরে কমে যায় দৃশ্যমানতা। ফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন এদিন দেরিতে চলে। আবহবিদরা জানিয়েছেন, বুধবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। বাতাসের জলীয় বাষ্পে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ার ফলে কনকনে ঠান্ডার আমেজ উধাও হয়ে দিনের বেলা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে বলেও পূর্বাভাস। আবহবিদরা আরও জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হবে না। সপ্তাহান্তে শীত কমলেও, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে ফের বাড়তে পারে শীতের আমেজ।

