কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে টিকাকরণ। সোমবার সপ্তাহের শুরুর দিন থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয় কলকাতায়। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে।
সোমবার থেকে কলকাতার ১৬টি স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ করবে কলকাতা পুরসভা। ৩ জানুয়ারি থেকে ১৬টি বরোর ১৬টি স্কুলে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। টিকা নেওয়ার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের আধার কার্ড বা স্কুল আইডি কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। উলুবেড়িয়া উচ্চ-বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এদিন ভ্যাকসিন দেওয়া হয়, মেদিনীপুর শহরের রাধামাধব জিউ স্কুলে পড়ুয়াদের টিকাকরণ শুরু হয়েছে দিন। বারাসত গার্লস হাইস্কুলে পড়ুয়াদের টিকাকরণ শুরু হয় এদিন। হলদিয়ার দুর্গাচকে বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। টিকা নেওয়ার জন্য কিশোর-কিশোরীদের মধ্যে এদিন উৎসাহ চোখে পড়েছে।

