Mansukh Mandavya: দেশব্যাপী ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু, মনসুখ জানালেন সুরক্ষিত হচ্ছে তরুণ ভারত

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দেশব্যাপী শুরু হয়ে গিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। সোমবার সকাল থেকে দিল্লি থেকে গুজরাট, পশ্চিমবঙ্গ থেকে জম্মু-কাশ্মীর, কেরল থেকে পুদুচেরি-দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের সূচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, “সুরক্ষিত হচ্ছে তরুণ ভারত।” কিশোর-কিশোরীদের কাছে টিকা নেওয়ার আবেদন জানিয়ে মনসুখ টুইটারে আরও লেখেন, “আমার সমস্ত তরুণ বন্ধুদের দ্রুত টিকা নেওয়ার জন্য ও বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযানকে আরও শক্তিশালী করার জন্য অনুরোধ করছি।”

অসম : অসমে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযানের সূচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ডিব্রুগড়ের দুলিয়াজানে অয়েল ইন্ডিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযানের সূচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সেবার যুগ্ম পরিচালক ডাঃ কৃষ্ণা কেমপ্রাই জানিয়েছেন, সোমবার শুধুমাত্র ডিব্রুগড় জেলায় ৬ হাজার ১৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।

দিল্লি : রাজধানী দিল্লিতেও এদিন শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। টিকা নেওয়ার জন্য সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভিড় লক্ষ্য করা গিয়েছে। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে টিকা নেওয়ার পর একজন প্রাপক জানিয়েছেন, “শুধু টিকা নিলেই হবে না, আমাদের সতর্ক হতে হবে। নিজেদের নিরাপত্তার জন্য সতর্ক হতে হবে।”