আগরতলা, ৩ জানুয়ারি : ধলাই জেলার আমবাসার হরিনামুড়ায় চোর সন্দেহে এক বিএসএফ জওয়ানকে আটক করে উত্তম-মধ্যম দেন এলাকার লোকজন। তাতেও ওই জওয়ান অল্পবিস্তর আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, জনৈক বিএসএফ জওয়ান সন্দেহজনকভাবে হরিনামুড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। বেশ কিছুক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এলাকার মানুষজন গরু চোর সন্দেহে তাকে আটক করে উত্তম-মধ্যম দেন এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখেন। মার খেয়ে তিনি নিজেকে বিএসএফ জওয়ান বলে দাবি করেন। স্থানীয় কিছু লোক তাঁর পকেট তল্লাশি করে বিএসএফের পরিচয় পত্র উদ্ধার করেন। তাতে স্থানীয় জনগণের মন থেকে সন্দেহ দূর হয়। তারপর বিএসএফ জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, ওই জওয়ানকে আটক করার পর তিনি অসংলগ্ন কথা বলছিলেন। সে কারণেই স্থানীয় মানুষজন এর মনে সন্দেহ আরও ঘনীভূত হয়। সন্দেহ ঘনীভূত হওয়ার পরেই তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল।

