আগরতলা, ৩ জানুয়ারি : বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অরগানাইজেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার বটতলায় প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের রাজ্য সম্পাদক মৃণাল কান্তি সরকার জানান, ভারত সঞ্চার নিগম লিমিটেডকে বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। এধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত সঞ্চার নিগমকে পুনরুজ্জীবিত করার দাবি জানান তিনি।
তিনি বলেন, টেলিফোন বর্তমানে অত্যাবশ্যকীয় পরিষেবা। আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে মোবাইল ফোন আরো বেশি অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি টেলিকম সংস্থারগুলি রিচার্জের মূল্য কুড়ি থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। ফলে সাধারণ গ্রাহকরা বিপাকে পড়েছেন। এরইমধ্যে কেন্দ্রীয় সরকার ভারত সঞ্চার নিগম লিমিটেডকে বেসরকারিকরণের যে উদ্যোগ নিচ্ছে তা অপ্রত্যাশিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বেসরকারি টেলিকম সংস্থার গুলির অধিক চার্জ প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং ভারত সঞ্চার নিগম লিমিটেডকে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে জোরালো দাবি জানান তিনি। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

