ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ! জম্মুতে বিএসএফ-এর গুলিতে মৃত্যু পাক অনুপ্রবেশকারীর

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র সতর্কতা ও তৎপরতায় ফের রুখে দেওয়া সম্ভব হল অনুপ্রবেশ। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় জম্মুর আর্নিয়া সেক্টরে বিএসএফ-এর গুলিতে নিকেশ হয়েছে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল ওই পাক অনুপ্রবেশকারী।

বিএসএফ জানিয়েছে, সোমবার ভোররাতে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায়, আর্নিয়া সেক্টরে (বি পি নম্বর ৯৭৮-এর বিপরীতে সীমান্ত ফাঁড়ি ব্যালি চক) বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে ওই অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল, বিএসএফ জওয়ানরা সতর্ক করা সত্ত্বেও কর্ণপাত করেনি সে। তাই বাধ্য হয়েই গুলি চালানো হয়। মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।