জয়পুর, ২ জানুয়ারি (হি.স) : রাজস্থানে করোনার পাশাপাশি ক্রমাগত নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আক্রান্ত বেড়ে যাওয়ার কারণে রাজস্থানে কড়া হতে পারে করোনা বিধি নিষেধ। করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার মুখ্যমন্ত্রী অসোক গেহলট এক জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে সকল দলের নেতা, ধর্ম গুরু ও এনজিও সংগঠন, সমাজসেবীদের সঙ্গে পরিস্থিতির আলোচনা করবেন। ধর্মীয় স্থানগুলি বন্ধ করার পর ধর্মগুরুদের রায় মেনে নতুন গাইডলাইন চালিয়ে যাওয়া সম্ভব।
বেশিরভাগ মন্ত্রিরা দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ করার পরামর্শ দিয়েছেন। যদি সরকার এই সিদ্ধান্ত নেয় তাহলে ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বাচ্চাদের ৩ জানুয়ারি থেকে ভ্যাক্সিনেশনের জন্য বিকল্পও যেতে পারে। নতুন গাইড লাইনে ধর্মীয় স্থানগুলিকে বন্ধ করার বিষয়ে চিন্তা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন, আজ আমরা সব দল, ধর্মগুরু ও এনজিও সংগঠনকে বৈঠকে আসার আহ্বান জানিয়েছি। আমরা সবার মতামত নিয়ে কাজ করব।

