প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারাল ভারত

সেঞ্চুরিয়ন, ৩০ ডিসেম্বর (হি.স) : ভারত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে লাঞ্চের পর ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ইনিংসে ৩২৭ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকার দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রান করতে পারে। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান করে এবং দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৫ রানের লক্ষ্য রাখে।

পঞ্চম দিনে চার উইকেটে ৯৪ রানে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের পঞ্চম বলে মহম্মদ শামিকে চার মেরে দলকে তিন অঙ্কে নিয়ে যান অধিনায়ক ডিন এলগার। মোট ১৩০ রানে এলগার (৭৭) বুমরাহের হাতে এলবিডব্লিউ হয়ে দক্ষিণ আফ্রিকাকে দিনের প্রথম ধাক্কা দেন এবং ইনিংসের পঞ্চম ধাক্কা দেন। কুইন্টন ডি কক (২১) মোট ১৬১ রানে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে দক্ষিণ আফ্রিকাকে ষষ্ঠ ধাক্কা দেন। এর পর মহম্মদ শামি ভায়ান মুল্ডারকে (১) মোট ১৬৪ রানে বোল্ড করে ভারতকে সপ্তম সাফল্য এনে দেন। ১৯০ রানের মোট স্কোরে মার্কো জনসনকে (১৩) প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে অষ্টম সাফল্য এনে দেন শামি। এরপর অশ্বিন কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি প্যাভিলিয়নে পাঠিয়ে ভারত ১১৩ রানের জয় পেল। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *