ভোপালের পার্কিং লটে গাড়িতে আগুন, ভস্মীভূত তিনটি বাইক

ভূপাল, ৩০ ডিসেম্বর (হি.স) : বুধবার রাত দেড়টা নাগাদ মাতা মন্দিরের কাছে নিউ-৯৮ কোয়ার্টারে পার্কিং লটে থাকা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ছয়টি বাইক পুড়ে গিয়েছে। এর মধ্যে তিনটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ফায়ার ব্রিগেড না এলে কাছাকাছি পার্ক করা গাড়িগুলো আগুনে পুড়ে যেত। গাড়ির মালিকের অভিযোগে বৃহস্পতিবার টিটিনগর থানা পুলিশ একটি মামলা করেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, কমপ্লেক্সের নিচতলায় পার্কিং রয়েছে। বুধবার রাতে পার্কিং লটে ৬টি বাইক রাখা ছিল। এর মধ্যে দুটি বাইক কমপ্লেক্সেই থাকা পুলিশ সদস্যদের। দুপুর দেড়টার দিকে ভাঙচুরের শব্দ শোনা যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি পার্কিং লট থেকে ধোঁয়া উঠছে, সঙ্গে সঙ্গে লোকজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ততক্ষণে বাইকটি পুড়ে গেছে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। অভিযুক্তদের ধরতে সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে পুলিশ।