নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ চার মাস অতিক্রান্ত হওয়ার পরও জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা না হওয়ায় পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন৷ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে পরীক্ষার্থীরা সোমবার জেআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানিয়েছেন৷
জেআরবিটি অধিকর্তা পরীক্ষার্থীদের জানিয়েছেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে নিয়ে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নেই বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ দাবি সনদ পেশ করে ফেরার পথে পরীক্ষার্থীদের মধ্যে একজন জানিয়েছেন পরীক্ষার ফলাফল নিয়ে গত বেশ কিছুদিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল৷সেকারণেই তারা অধিকর্তা সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্পষ্টীকরন চেয়েছেন৷ অধিকর্তা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন বড় ধরনের কোনো ঝামেলা না বাঁধলে আগামী জানুয়ারি মাসের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে৷
যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়োগ করা সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তারা জানান পরীক্ষার ফলাফল ঘোষণার পর তাদের যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে৷তারপরই নিয়োগ করা হবে বলে তাঁরা মনে করেন৷ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না বলে যে গুজব রটানো হয়েছে সে সম্পর্কে তারা স্পষ্টীকরণ পাওয়ার পর সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা যেন এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হন৷

