দিল্লিতে ৭৯ জন ওমিক্রন আক্রান্ত, ২৩ জন রোগী সুস্থ হয়েছেন

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স) : রাজধানী দিল্লিতে করোনার নতুন রূপ ওমিক্রনের ঝুঁকি বাড়ছে। সারা দেশে এখন পর্যন্ত ৪১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত রাজধানী দিল্লিতে ৭৯ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের মতে, শনিবার পর্যন্ত ২৩ জন এই সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি রোগীদের চিকিৎসা চলছে। তার অবস্থা স্বাভাবিক।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগে বলেছিলেন, দিল্লি সরকার করোনার নতুন রূপের সাথে মোকাবিলা করতে প্রস্তুত। অক্সিজেন ও ওষুধের অভাব হবে না। কেজরিওয়াল দিল্লির জনগণকে অনুরোধ করেছিলেন যে কেউ যদি এই ভাইরাসে আক্রান্ত হন তবে স্বাস্থ্য বিভাগকে জানান এবং বাড়িতে থাকুন। দিল্লি সরকার রোগীর দোরগোড়া পর্যন্ত এই সুবিধা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *