নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর ২৩ ডিসেম্বর৷৷ দেশের সরকার এবং রাজ্য সরকার বিভিন্নভাবে মহিলা সশক্তিকরণের মাধ্যমে সমাজের আর্থিক বুনিয়াদকে সমৃদ্ধশালী করার ব্যাপারে প্রতিনিয়ত উদ্যোগ গ্রহণ করে চলছে৷ এর পাশাপাশি সরকার প্রধানরা বরাবরই বিভিন্ন বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এই ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য৷ বর্তমান সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন উদ্যোক্তারাও মহিলা সশক্তিকরণের ব্যাপারে প্রথম সারিতে থেকেই ভূমিকা নেওয়ার প্রচেষ্টা করছে৷
তার ঝলক দেখা গেল কল্যাণপুরে৷ খোয়াই জেলার কল্যাণপুরে অনুষ্ঠিত হল নয় দিন ব্যাপী বিশেষ সেলাই প্রশিক্ষণ শিবির৷ এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত মহিলাদের সেলাই এর ব্যাপারে শিক্ষাদান করা হয় হাতে-কলমে এবং পরবর্তী সময়ে উষা কোম্পানির মেশিনও তুলে দেওয়া হয় প্রশিক্ষণার্থীদের হাতে৷ মূলত মহিলারা নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করার মাধ্যমে যাতে সমাজকে দৃঢ় ভিতের উপর দাঁড় করাতে পারে এই বিশেষ লক্ষ্য নিয়েই এই শিবির বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
আজ ছিল এই নয় দিবসীয় প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেবরায় প্রমুখরা৷
এই উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে বিধায়ক শ্রী চৌধুরী উষা কোম্পানির এই সমাজে দরদী ভূমিকার জন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বিধায়ক বলেন সঠিক ভাবে প্রশিক্ষণ গ্রহণ করার পর নিজে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হবার পাশাপাশি যদি অন্যদেরকেও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণার্থীরা এগিয়ে আসেন তাহলেই সমাজ প্রকৃত অর্থে উন্নত হবে৷ নয় দিন ব্যাপী চলতে থাকা এই প্রশিক্ষণ শিবির নিয়ে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার বাতাবরণ পরিলক্ষিত হয়৷