Arrested : কলকাতা পুরসভার ভোটে গোলমাল বাধানোর অভিযোগে গ্রেফতার ১৯৫ জন

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : রবিবার ভোট গ্রহণ চলছে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ।সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দিনভর এলো সন্ত্রাসের নানা অভিযোগ। আজ দিনভর ৪৫৩টি অভিযোগ জমা পড়ার কথা জানিয়েছে কমিশন। কলকাতা পুলিশ সূত্রের খবর, গোলমাল বাধানোর অভিযোগে শহরে ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে কলকাতা পুরভোটে এদিন দুপুর পর্যন্ত মোট ৭২জনকে গ্রেফতার করা হয়েছে। তবে দিনের শেষে এই এই গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে বলে পুলিশ সূত্রে খবর।

এদিন জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন। ৪৫ নম্বর ওয়ার্ডে এক পুলিশকর্মী জখম হয়েছেন । সেই প্রসঙ্গে জয়েন্ট সিপি বলেন, কোথাও পুলিশ কর্মী জখম হয়েছেন কি না তা জানা যায়নি। তবে খবর নেওয়া হচ্ছে। যে অভিযোগ পাওয়া গিয়েছে তা পুলিশ খতিয়ে দেখেছে। এদিকে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সকাল থেকে ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমরা যত অভিযোগ পেয়েছি সবগুলিতেই সিনিয়র অফিসাররা গিয়েছেন। পরিস্থিতির উপর তাঁরা নজর রেখেছেন। দুপুর পর্যন্ত ৭২জনকে গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে। আমরা প্রয়োজনী পদক্ষেপ নিচ্ছি। অন্যদিকে বোমাবাজিতে তিনজনের জখম হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তিনজন জখমই স্থানীয় বাসিন্দা। তবে তাদের রাজনৈতিক পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নামগুলি পাওয়া গিয়েছে।