নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। উত্তর জেলা হাসপাতাল এর ব্লাড ব্যাংকে রক্তের আকাল চলছে। প্রতিদিন ১৫ ইউনিট করে রক্তের প্রয়োজন। তখন রক্তের এই হাহাকার রোধ করতে এগিয়ে এসেছে উত্তর জেলা ওপেন ইউনিট এন এস এস। বিশেষ কর্মসূচি গ্রহণ করে ধর্মনগর রাজবাড়ি গোল্ডেন পিক নার্সারি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করে ওপেন এন এস এস ইউনিটের সদস্য সদস্যারা। মোট ২৬ জন তাদের অমূল্য রক্তদান করে।
সংগৃহীত রক্তের মধ্যে মধ্যে ১৯ জন ছেলে এবং ৬ জন মেয়ে রয়েছে। ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ধর্মনগর শাখা এদেরকে যথাযোগ্য সহায়তা করে। তাদের অবদানকে মনে রাখার জন্য এবং রক্তদানে ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের মধ্যে যে একটা সুনাম রয়েছে তা অক্ষত রাখতে সবার প্রতি আহ্বান জানান। ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্যরা এনএসএস ওপেন ইউনিটের এই শিবিরকে ভুয়সি প্রশংসা করে।এই শিবিরে প্যাথলজিতে এমডি করে আসা জেলা হাসপাতালের চিকিৎসক শ্যামলিমা ঘোষ উপস্থিত ছিলেন।