কলকাতা,১৯ ডিসেম্বর (হি. স.): রবিবার সকাল থেকেই শহর ব্যস্ত পুরভোট নিয়ে । কিন্তু পুরভোটেকে কেন্দ্র করে উত্তেজনা কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে । এরই মাঝে মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের ।
মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রেহামত আলম আনসারী । এই ওয়ার্ড- এ বিরোধীদের অভিযোগ,
১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথের দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার । বিরোধী দলের অভিযোগ, পুলিশের সামনেই বুথে ঢুকতে বাধা দেওয়া হয় । তারপর চলে ছাপ্পা ভোট । ঘটনায় উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের ।

