ঢাকা, ১৭ ডিসেম্বর (হি.স.): একেবারে নতুন করে সেজে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত রমনা কালী মন্দির। একাত্তরের যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ওই মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল, শুক্রবার ঢাকার রমনা কালী মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঐতিহাসিক রমনা কালী মন্দিরের নতুন পরিসরের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি।
১৯৭১ সালের যুদ্ধে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল ঐতিহাসিক রমনা কালী মন্দির। ওই মন্দিরকে নতুন করে তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে এদিন রমনা কালী মন্দিরে যান কোবিন্দ-জায়া সবিতা কোবিন্দও। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরের অন্তিম দিন।

