থিম্পু, ১৭ ডিসেম্বর (হি.স.): ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভুটানের জাতীয় দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার-এনগাদাগ পেল গি খোরলো সম্মানে ভূষিত করা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভুটানের সর্বোচ্চ বেসামরিক অলঙ্কারের জন্য নরেন্দ্র মোদীর নাম ঘোষিত হওয়ায় তিনি আনন্দিত।
ভুটানের প্রধানমন্ত্রী জানান, মোদীজি বছরের পর বছর ধরে এবং বিশেষ করে মহামারীর সময় প্রসারিত সমস্ত নিঃশর্ত বন্ধুত্ব এবং সমর্থন তুলে ধরেছেন। ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “ভুটানের জনগণের তরফ থেকে অভিনন্দন। সমস্ত আলাপচারিতায়, মহামান্যকে একজন মহান, আধ্যাত্মিক মানুষ হিসেবে দেখেছি। ব্যক্তিগতভাবে সম্মান উদযাপনের জন্য উন্মুখ।”

