ফ্রান্স ও ভারতের মধ্যে বন্ধুত্ব খুবই মূল্যবান : ফ্লোরেন্স পার্লে

সফরে এসেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে। ভারত-ফরাসি সম্পর্ক এবং দু’দেশের প্রতিরক্ষা দিক শক্তিশালী করতে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এই ভারত সফর বলে কূটনৈতিক মহলের ধারণা।

এদিন দিল্লিতে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “আমরা বৈশ্বিক এবং আঞ্চলিক উভয় চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথম চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ। সন্ত্রাস ফ্রান্স ও ইউরোপে বারবার আঘাত হেনেছে এবং ভারত-সহ ইন্দো-প্যাসিফিককেও রেহাই দেয়নি। সন্ত্রাসবাদকে মোকাবিলা করা অত্যন্ত প্রয়োজন।” ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, “ফ্রান্স প্রকৃত অর্থেই ভারতের প্রয়োজনীয়তা বোঝে। আমরা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ‘মেক ইন ইন্ডিয়া’ ফরাসি শিল্পের জন্য একটি বাস্তবতা, বিশেষ করে সাবমেরিনের মতো প্রতিরক্ষা সরঞ্জামের জন্য।”