নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স) : আজ শুক্রবার ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। ভারত ফরাসি সম্পর্ক এবং দু দেশের প্রতিরক্ষা দিক শক্তিশালী করতে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এই ভারত সফর বলে কূটনৈতিক মহলের ধারণা।
এছাড়া দু’দেশের মধ্যে অস্ত্রসহ প্রতিরক্ষার বিভিন্ন সহযোগিতা সহ ইন্দো প্যাসিফিক নিরাপত্তা শিল্প এবং প্রযুক্তি দু’দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। তার এই সফরে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সঙ্গে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন আলোচনা হবে বলে জানা গিয়েছে। তিনি দেশে বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সম্প্রতি দেশের সিডিএস বিপিন রাওয়াত এর প্রতিও শ্রদ্ধা জানাবেন।

