নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): কোভিড টিকাকরণে প্রতিদিনই নতুন নতুন মাইলফলকে পৌঁছে যাচ্ছে ভারত। ভারতে ১৩৫.৯৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭০ লক্ষ ৪৬ হাজার ৮০৫ জন প্রাপক। ফলে ভারতে ১৩৫.৯৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৩৫,৯৯,৯৬,২৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে ৬৬.১৫-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৬ ডিসেম্বর সারা দিনে ভারতে ১২,৫৯,৯৩২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৬,১৫,০৭,৬৯৪-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,৫৯,৯৩২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন।

