নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ ডিসেম্বর৷৷ শিক্ষকের বদলি রদ করতে প্লে কার্ড হাতে সুকলের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে পথ অবরোধ করেন৷ ঘটনা উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত গর্জি আউট পোষ্টের দাতারাম পতিরাম রিয়াং চৌধূরী পাড়া জে বি সুকলে৷ সংবাদ সূত্রে জানা যায় ঐ বিদ্যালয়ে একজন শিক্ষককে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর অন্যত্র বদলির আদেশ দিয়েছেন৷
এই সংবাদ ছাত্র ছাত্রীদের কানে পৌছা মাত্র ছাত্র ছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে উদয়পুর দাতারাম সড়ক অবরোধ করে রাখে৷খবর পেয়ে গর্জি আউট পোষ্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ পুলিশের মৌখিক আশ্বাসের পর ছাত্র ছাত্রীরা পথ অবরোধ তুলে নেয়৷ এ দিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলতে থাকায় অবরোধ স্থলের রাস্তার দুপাশে যাত্রীবাহি অটো ও বাইক সহ অনেক নিত্য যাত্রী আটকে পড়েন৷ পুলিশ আসার পর যাত্রী দুভর্োগ কিছুটা লাঘব হয়৷ এমনিতেই প্রায় অধিকাংশ সুকলে শিক্ষক স্বল্পতার জন্য পঠন পাঠন লাটে উঠেছে৷ অবিলম্বে বিভিন্ন সুকলে শিক্ষক নিয়োগের দাবি উঠেছে৷

