M venkaia Naidu: রাজ্যসভায় অচলাবস্থা নিয়ে অসন্তুষ্ট নাইডু, দফায় দফায় মুলতুবি অধিবেশন

প্রত্যাহারের দাবিতে সরব হন বিরোধীরা। স্লোগান চলতে থাকে।

তখন রীতিমতো ক্ষোভের সুরে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেন, “সদনের শিষ্টাচার ও সৌজন্য বজায় রাখুন। অবাধ্য ও অসংসদীয় আচরণ কোনও কাজে দেবে না।” এরপরও চলতে থাকে স্লোগান ও হইচই। ফলে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। এদিন সকালেই সংসদের উভয়কক্ষের বিরোধী নেতারা বৈঠক করেছিলেন। কর্মপরিকল্পনা নিয়ে তাঁরা আলোচনা করেন। ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পরে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিরোধীরা। মিছিল সামিল হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।