ধর্মনগর, ১৪ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার বালিছড়া এডিসি ভিলেজে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বালিছড়া এডিসি ভিলেজের সচিবকে তালা বন্দি করলেন স্থানীয় লোকজনরা।
এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে ভিলেজ সচিব সহ জি আর এসকে তালা বন্দি করে রাখলেন স্থানীয় জনগণ। উত্তর জেলার কালাছড়া ব্লকের একমাত্র এডিসি ভিলেজ বালিছড়া এডিসি ভিলেজ। ভিলেজটির নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াতে ভিলেজ সচিবই ভিলেজেটি পরিচালনা করছেন।
গত পনেরো আগস্ট স্থানীয় একটি ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ভিলেজ থেকে পনেরো হাজার টাকা দেওয়ার কথা থাকলেও আজ অবধি মেলেনি বলে অভিযোগ। তাছাড়া বালিছড়ায় শুকা মরশুমে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। কিন্তু পানীয় জলের উৎস নির্মাণ ও সংস্কারের কোন উদ্যোগ নেই ভিলেজ সচিবের। এমনকি বিগত দুর্গাপূজোতে কাজ দেওয়া হলেও বড়দিনের আগে কেন গ্রামের মানুষকে কাজ দেওয়া হলো না মূলত এই সমস্ত দাবিতে ভিলেজ সচিবকে তালা বন্দি করে রাখেন স্থানীয় জনগণ। তালাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ।
ভিলেজ সচিব মজিবুর রহমান সহ জি আর এসকে সোমবার সন্ধ্যা ছয়টা অবধি তালা বন্দি করে রাখা হয়। পরে অবশ্য লিখিত আশ্বাস পেয়ে এলাকাবাসী তাদের মুক্ত করে দেন।
2021-12-14

